এসএসসি দুর্নীতিতে কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি গেছে। তারই প্রতিবাদে কোচবিহারের লোকশিল্পী মণীন্দ্র বর্মন গান লেখেন। তারপর তাঁকে পুলিশি হেনস্তার শিকার হতে হয়। এই শিল্পীর পাশে থাকার অঙ্গীকার ঘোষণা করল ‘আক্রান্ত আমরা’।
শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘আক্রান্ত আমরা’-র সাংবাদিক সম্মেলনে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি। ‘অভয়া মঞ্চ’-র যুগ্ম আহ্বায়ক ডা. পুণ্যব্রত গুণ, লোকশিল্পী সুখবিলাস বর্মা, ‘আক্রান্ত আমরা’-র আহ্বায়ক অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও অরুণাভ গাঙ্গুলি।
নিরাপত্তার অভাবে কোচবিহারের এই শিল্পী মণীন্দ্র বর্মন আত্মগোপনে আছেন। গত ২০ এপ্রিল 'আক্রান্ত আমরা' মঞ্চের তরফে ওই শিল্পীর পরিবারের সাথে দেখা করা হয়। পাশে থাকার বার্তা দেওয়া হয়। আইনি সহায়তার কথাও বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মহাপাত্র এদিন বলেন, এই সরকারের আমলে যেখানেই বিরুদ্ধ স্বর উঠেছে তাকে দমন করার চেষ্টা হয়েছে। আমরা মনীন্দ্র বর্মনের পাশে আছি। রাজ্য পুলিসের ডিজি, কোচবিহারের এসপি ও মাথাভাঙ্গা থানার অফিসার কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছি।"
ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী সুখ বিলাস বর্মা বলেন, "লোকশিল্পী মণীন্দ্র বর্মন রাষ্ট্রের দ্বারা আক্রান্ত। তিনি একা নন। আমি আপনি সকলেই আক্রান্ত। প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি গেছে। যাঁরা কয়েক লাখ মানুষ যাঁদের উপর নির্ভরশীল। শুধু ২৬ হাজার নয়, যেখানে যে দপ্তরে নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি। এসএসসি চেয়ারম্যান নিজেই লিখিত দিয়ে বলেছিলেন পরীক্ষা ব্যবস্থাটি ত্রুটিপূর্ণ। তারপরও পরিস্থিতির বদল হয়নি। কোর্ট কেসের আগেই এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারের জানা ছিল। মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাতে বলছেন তিনি কিছুই জানেন না। এটা সম্ভব?
তিনি আরও বলেন, "যাঁরা সৃষ্টি করেন তাঁদের অনেক বেশি স্বাধীনতা থাকা উচিত। মনীন্দ্র বর্মনের যে গানটি ভাইরাল হয়েছে সেটি ছাড়াও তাঁর আরও অনেক গান ভাইরাল হয়েছে। এই গানে সরকার হোঁচট খেয়েছে বলেই পুলিশ পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন।"
অভয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক পুণ্যবৃত গুণ বলেন," আমরা চাই না রাজ্যে আরও কোনও অভয়ার প্রাণ যাক। একই ভাবে কোনো শিল্পীর স্বাধীনতার উপর আক্রমণ না হোক চাই। আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকে আক্রান্ত আমরার পাশে আছি।"
প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী বলেন," যতদিন তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এসেছে তখন থেকেই আমরা নানান প্রশ্নের মুখে। স্বাধীন ভাবে আমরা কতটা প্রতিবাদ জানাতে পেরেছি তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংগ্রামের মাধ্যমে আমরা স্বরাজ সংবিধান অর্জন করেছিলাম। যে স্বরাজের কথা নেতাজী সুভাষচন্দ্র বসু বলেছিলেন।"
অশোক কুমার গাঙ্গুলি আরও বলেন, "এদেশে গণতন্ত্র আছে? —সেদিনই প্রশ্ন উঠল যেদিন অম্বিকেশ মহাপাত্রকে হেনস্থা করা হয়। শুধু তাই নয়, বিচারপতি দীপঙ্কর দত্ত যে ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন তা আজও পূরণ করেনি রাজ্য সরকার। দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত করলেন না। এখন আইনজীবীদের উপর হামলা করা হয়েছে। এখন শিল্পীদের উপর হামলা করা হচ্ছে। ব্রিটিশ আমলে কত গান বাধা হয়েছে। এখন তার থেকেও খারাপ অবস্থা। না হলে গান বাধার কারণে পুলিশ হেনস্থা করে। চোখ রাঙানো হচ্ছেই এই সরকারের কাজ। এখন গলা ছাড়ুন। ভয় পেলে চলবে না। প্রতিটি স্বাধীনতা প্রেমী মানুষের লড়াই। কথায় কথায় মাননীয় গণতন্ত্রকে হত্যা করছেন। এসবের বিরূদ্ধে 'আক্রান্ত আমরা' দাঁড়িয়েছে। যা দেখে মুখ্যমন্ত্রী বলেন 'চক্রান্ত আমরা'।
ashok ganguli
আইনজীবীদের ওপর হামলা, শিল্পীকে হুমকি তীব্র নিন্দা প্রাক্তন বিচারপতির

×
Comments :0