গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ। রাজ্যের ১৪টি জেলা জুড়ে ৯৩টি আসনে হচ্ছে ভোট গ্রহণ। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.২ শতাংশ। দ্বিতীয় দফায় প্রায় ২.৫১ কোটি মানুষ তাদের ভোট দিতে পারেন। এর মধ্যে ৫.৯৬ লক্ষ ভোটার ১৮-১৯ বছর বয়সী, নির্বাচন কমিশন জানিয়েছে। ৮ ডিসেম্বর ভোট গণনা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel) আজ সকালে ভোট দিয়েছেন।
প্রায় ৮৩৩ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন। দ্বিতীয় দফার ভোটে, বিজেপি এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ (AAP) ৯৩ টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে। কংগ্রেস ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছে এবং তার জোটের শরিক জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (NCP) দুটি আসনে প্রার্থী দিয়েছে। গত ১ ডিসেম্বর প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে, তার পোস্টে নির্বাচন কমিশনকে ট্যাগ করে, রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক জিগনেশ মেভানি (Jignesh Mevani ) অভিযোগ করেছেন যে কিছু ভোটারকে ভোট দানের পরেও আবার ভোট কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে অন্য ভোটারদের প্রভাবিত করার জন্য। দলিত নেতা জিগনেশ মেভানি বানাসকাঁথা জেলার ভাদগাম আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন।
১ ডিসেম্বর গুজরাট নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার অত্যন্ত কম হওয়ায় নির্বাচন কমিশনকে ভোটারদের মধ্যে "উদাসীনতা" নিয়ে মন্তব্য করে।
Comments :0