আইনজীবীদের উপর নির্মম লাঠিচার্জ । ২০১৯ সালে ঘটনায় ৭ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে নোটিশ পাঠালো কলকাতা হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ২৫ মে।
২০১৯ সালের ২৪ এপ্রিল হাওড়া পৌরসভা চত্বরে বাইক রাখাকে কেন্দ্র করে আইনজীবী ও হাওড়া পৌরসভার কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হয়। এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন আইনজীবীরা। অবরোধ তুলতে পুলিশ নির্বিচারে লাঠি চার্জ করে। জমায়েত ভাঙতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। কোর্টের ভিতরে সেল ফাটানো হয়। ৯ জন আইনজীবীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাধাকৃষ্ণনান স্বতঃপ্রণোদিত মামলা রজু করেন। সেই মামলায় ৭ আইপিএস অফিসারের বিরুদ্ধে রুল জারি হল। আগামী ২৫ মে আইপিএস ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্তকে আদালতে উপস্থিত হতে হবে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মর্মে রুল জারি করেছে।
CALCUTTA HIGH COURT
হাওড়া আদালতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় আধিকারিকদের তলব হাইকোর্টের

×
Comments :0