বিশাল সমাবেশ করে শুরু হয়েছে তেলেঙ্গানা রায়াথু সঙ্ঘমের সম্মেলন। সারা ভারত কৃষক সভা অনুমোদিত এই কৃষক সংগঠনের ডাকে সেজে উঠেছে নালগোণ্ডা শহর। বড় বড় মিছিল করে সমাবেশে যোগ দেয় জনতা।
১৩-১৬ ডিসেম্বর কেরালার ত্রিশূরে হবে কৃষকসভার ৩৫তম সর্বভারতীয় সম্মেলন। তার প্রস্তুতিতে ৫-১২ ডিসেম্বর হবে ‘শহীদজ্যোতি যাত্রা’। টুইটার বার্তায় কৃষকসভা জানিয়েছে, তেলেঙ্গানার সশস্ত্র কৃষক সংগ্রামের প্রথম শহীদ ডোড্ডা কোমারাইয়ার গ্রাম থেকে শুরু হবে একটি জাঠা। নেতৃত্ব দেবেন সংগঠনের নেতা পি কৃষ্ণপ্রসাদ। অপর জাঠা শুরু হবে তামিলনাডুর কিঝাভেনমানি থেকে। এখানেই ৪৪ জন খেতমজুরকে হত্যা করেছিল উচ্চবর্ণের জোতদারদের বাহিনী। তার বিরুদ্ধে গড়ে উঠেছিল প্রতিরোধ। এই জাঠার নেতৃত্ব দেবেন সংগঠনের অপর নেতা বিজু কৃষ্ণান। দুই জাঠাই পৌঁছাবে ত্রিশূরে।
Comments :0