Khaleda Zia Funeral

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় খালেদা জিয়াকে

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল বিএনপি চেয়ারপারসন ও  বাংলাদেশের প্রক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্য। বুধবার সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স তারেক রহমানের বাড়িতে পৌঁছায়। সেখানে তখনই ছিল বহু মানুষের ভিড়। মানিক মিয়া অ্যাভিনিউয়, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মহম্মদপুর এলাকায় তিল ধরাণের জায়গা ছিল না। মানুষ এসেছিলেন খালেদা জিয়ায়কে শেষ শ্রদ্ধা জানাতে। সকাল ১১টা নাগাদ গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বরের তারেক রহমানের বাড়ি থেকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যাত্রা শুরু করে। দুপুর ১২টা নাগাদ খালেদা জিয়ার দেহ বহন করা গাড়ি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসে। কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া শববাহী গাড়িতে করে প্রাক্তন প্রধান মন্ত্রীর মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৫টা নাগাদ খালেদা জিয়ার মরদেহ রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী তথা প্রক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাধিত্ব করা হয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিন বাহিনীর প্রধান ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছান ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। ছিলেন তিন বাহিনীর প্রধানসহ অন্যান্যরাও। এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বিএনপির ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
খালেদা জিয়া বহু বছর ধরেই লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন জেল থেকে মুক্তি পান অসুস্থ খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে ১১৭ দিন চিকিৎসার ৬ মে দেশে ফেরেন তিনি। তার পর একাধিকবার শারীরিক নানা জটিলতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার সকাল ৬টায় প্রয়াত হন খালেদা জিয়া। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় খালেদা জিয়ার শেষকৃত্য। তাঁর মৃত্যুতে এদিন সারা বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

Comments :0

Login to leave a comment