INDIAN NATIONAL WOMEN'S CRICKET TEAM

দ্রুততম ৫০০রানের রেকর্ড প্রতিকার

খেলা

IND W vs SA W ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্ৰিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

উইমেন্স ক্রিকেটে একনতুন মাইলফলক গড়লেন প্রতিকা রাওয়াল । কলম্বোয় ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের পঞ্চম অর্ধশতরান করে ক্যারিয়ারের ৫০০রান করেন প্রতিকা। তবে এই রান আসে মাত্র ৮ইনিংসে। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক ঘটে প্রতিকার। তারপর থেকে মাত্র ৮ইনিংস খেলেই ক্রিকেট ইতিহাসে এই ৫০০রানের দ্রুততম মাইলফলক স্পর্শ করেন প্রতিকা। তার আগে ইংল্যান্ডের অধিনায়ক চার্লটটে এডয়ার্ডস ৯ইনিংসে করেছিলেন ৫০০রানের রেকর্ড। এই রেকর্ড ভেঙে প্রতিকা ৫০০ করেছেন মাত্র ৮ইনিংসে। কলম্বোয় প্রথম ইনিংসে ৬উইকেট খুইয়ে ভারত করেছে ২৭৬রান। ৯১বলে ৭৮রান করে মালবার বলে আউট হয়েছেন প্রতিকা। এছাড়াও ৫৪বলে ৩৬করেছেন স্মৃতি মন্দনা এবং ৪৭বলে ২৯করেন হার্লিন দেওল। বর্তমানে এই রান তাড়া করতে নেমেছে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকা।  

Comments :0

Login to leave a comment