সেই ২০০৮ সালে তাজাকিস্তানকে হারিয়েছিল ভারত। ২০২৫ এ ১৭ বছর পর ফের একবার ভারত হারাল তাজিকিস্তানকে। শুক্রবার কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) নেশন্স কাপের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতল ভারত। গোল দুটি এল দুই ডিফেন্ডারের থেকে। আনোয়ার ও সন্দেশ ঝিংগান গোল করেন যথাক্রমে ৫ ও ১৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে একটি গোল করে ব্যবধান কমান তাজাকিস্তানের সামিভেব। নেশন্স কাপের প্রথম পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলেন ভারতের নবনিযুক্ত কোচ খালিদ জামিল। ভারতের বেশ কয়েকটি দল এই প্রতিযোগিতার জন্য সব খেলোয়াড়দের না ছাড়ায় পুরো দল হাতে পাননি তিনি। তবুও সীমিত সামর্থ দিয়েই ম্যাচ জিতল ভারত। তাদের পরবর্তী ম্যাচ ১ সেপ্টেম্বর হিসোর স্টেডিয়ামে ইরানের বিরুদ্ধে।
CAFA NATIONS CUP 2025
১৭ বছর পর তাজাকিস্তানকে হারাল ভারত

×
Comments :0