India lost

৩০ রানে হার ভারতের

খেলা

১৫ বছর বাদে কলকাতায় দক্ষিণ আফ্রিকার কাছে টেস্টে হারলো ভারত। মাত্র ১২৪ রানের লক্ষ্যে পৌঁছতে পারলেন না ঋষভ পন্থের দল। তৃতীয় দিনে চা বিরতির আগেই ভারতীয় দল মাত্র ৯৩ রানে অল আউট হয়ে যায়। লাঞ্চের সময় তাদের রান ছিল ২ উইকেটে ১০। 
এদিন ৭ উইকেটে ৯৩ রান নিয়ে খেলতে নেমে প্রোটিয়ারা আরও ৬০ রান যোগ করে অল আউট হওয়ার আগে। অধিনায়ক টেম্বা বাভুমা শেষ অবধি ৫৫ রানে অপরাজিত থাকেন। তিনি একাই অর্ধশতরান করলেন এই টেস্টে। 
ভারতের ইনিংসের সবথকে বেশি রান করেন ওয়াশিংটন সুন্দর। তাঁকে এদিনও ৩ নম্বরে নামানো হয়। তিনি ৩১ রান করেন। ৯২ বল তিনি খেলেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি দু’ইনিংসেই ৫০ এর বেশি বল খেলেন। 
সাইমন হারমার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট পান। তবে ১ রানের মধ্যে দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মার্কো জ্যানসেন। জয়ের ইঙ্গতি তিনিই দিয়েছিলেন।


মূলত পিচের কারণেই হার বলে মনে করা হচ্ছে। গোটা ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি হয়েছে। সবমিলিয়ে তিনদিনের কম সময়ে ২০৬টি ওভারে ৩৮টি উইকেট পড়েছে। রান উঠেছে ৫৯৪। ব্যাটাররা বিন্দুমাত্র স্বস্তিতে ছিলেন না ম্যাচ চলা কালীন।

Comments :0

Login to leave a comment