Rafale-M

নৌবাহিনীর জন্য ৬৪ হাজার কোটি টাকায় রাফাল জেটের চুক্তি ভারতের

জাতীয়

নৌবাহিনীর জন্য ফরাসী ‘রাফালে-এম’ যুদ্ধবিমান কেনার চুক্তি করল ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ৬৪ হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছে রাফাল যুদ্ধ বিমান নির্মাতা সংস্থা দাসাউ অ্যাভিয়েশনের সঙ্গে।
ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে থাকবে এই বিমান। আইএনএস বিক্রমাদিত্য যুদ্ধজাহাজেও রাখা হবে এই বিমান। এই যুদ্ধজাহাজে এখন ব্যবহার করা হয় মিগ-২৯কে বিমান।
চুক্তি অনুযায়ী ২০৩০’র মধ্যে মোট ২৬টি যু্দ্ধবিমান দেবে দাসাউ। 
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সোমবার চুক্তি সইয়ের সময় ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দু’দেশের সরকারের মধ্যে সরাসরি সমঝোতার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
ভারতীয় বিমানবাহিনীর দু’টি স্কোয়াড্রন রয়েছে যেখানে রাফাল ব্যবহার করা হয়। 
বিমানবাহিনীর রাফাল কেনা ঘিরে চুক্তি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এর আগে বড় মাত্রায় বেনিয়মের অভিযোগ উঠেছিল। অতীতে কংগ্রেস সরকারের সময়ে চুক্তি হয়েছিল দাসাউয়ের সঙ্গে। মোদী আসার পর নতুন চুক্তি করে তার চেয়ে বেশি দামে বিমান কিনতে রাজি হয় ভারত। ভারতে ফরাসী সংস্থার সহযোগী সংস্থা হিসেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘হ্যাল’-কে সরিয়ে আনা হয় রিলায়েন্সকে। তা নিয়েও বহু প্রশ্ন ওঠে। 
নৌবাহিনীর ব্যবহারের জন্য বিমান কেনার চুক্তিতে ঠিক হয়েছে ২৬টি বিমানের ২২টি হবে এক চালক বিশিষ্ট। ৪টি দুই চালক বিশিষ্ট বিমানও কিনবে ভারত। 
দুই সরকারের মধ্যে সমঝোতায় ভারতের রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু সই করেছেন। প্রতিরক্ষামন্ত্রক জানাচ্ছে যে বিমান সরবরাহ, বিমানে অস্ত্রের ধরন নির্দিষ্ট করা হয়েছে চুক্তিতে।

Comments :0

Login to leave a comment