indian football team

নেশন্স কাপের জন্য দল ঘোষণা ভারতের

খেলা

সোমবার কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন ) নেশন্স কাপের জন্য দল ঘোষণা করল ভারত। এই প্রতিযোগিতা থেকেই ভারতীয় দলের কোচ হিসেবে অভিষেক ঘটতে চলেছে খালিদ জামিলের। আগামী ২৯আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। ২৩জনের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। ইস্টবেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলির সঙ্গে রয়েছেন সন্দেশ ঝিঙান।   এছাড়াও স্ট্রাইকারে রয়েছেন জিতিন এমএস , ইরফানরা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এর কথা মাথায় রেখেই মোহনবাগান এই প্রতিযোগিতার জন্য কোনো খেলোয়াড় না ছাড়ার কথা আগেই ঘোষণা করেছিল। মনবীর , আপুইয়া , লিস্টন , অনিরুদ্ধ থাপা , বিশাল , দীপক টাংরি , সাহালদের জায়গা হয়নি এই স্কোয়াডে। ২৯ তারিখ তাজাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আগামী অক্টোবরে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। তারই প্রস্তুতি হিসেবে এই প্রতিযোগিতাকে দেখছে ভারত।

একনজরে ভারতীয় দলের স্কোয়াড - গুরপ্রীত , অমরিন্দর , হৃতিক , রাহুল ভেকে , নাওরেম রোশন , আনোয়ার আলি , সন্দেশ ঝিঙ্গান , চিংলেনসানা সিং , রালতে , মোহাম্মদ উভাইস , নিখিল প্রভু , সুরেশ সিং , দানিশ ফারুখ ,  জিকসন সিং , বরিস সিং , আশিক কুরুনিয়ান , উদান্তা , নাওরেম মহেশ সিং , ইরফান , মনবীর সিং , ছাঙতে , বিক্রম প্রতাপ সিং।

Comments :0

Login to leave a comment