মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ট্রাক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম হয়েছেন অন্তত চারজন। ঘটনায় ২১ বছর বয়সী ভারতীয় যুবক জশনপ্রীত সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তিনজনের মৃত্যু হয়েছে এমনই অভিযোগ আনা হয়েছে। সান বার্নার্ডিনো কাউন্টির একটি ফ্রিওয়েতে ধীরগতির যানজটে তার ট্রাকটি ধাক্কা দিয়েছে।
পুলিশের দাবি দুর্ঘটনার মুহূর্তে জশনপ্রীত ব্রেক করতে ব্যর্থ হয়েছিলেন কারণ তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। পরীক্ষায় তা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের তরফে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
জশনপ্রীত সিং ২০২২ সালে মার্কিন-মেক্সিকো সীমান্ত অতিক্রম করে ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রো সেক্টরে প্রবেশ করেন। সেই সময় বর্ডার পেট্রোল তাকে আটক করে, কিন্তু বাইডেন প্রশাসনের তাকে ছেড়ে দেয়। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে যে জশনপ্রীতের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও আইনি অভিবাসির মর্যাদা নেই।
দুর্ঘটনার সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছে জশনপ্রীতের ট্রাকের ড্যাশক্যামের ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে তাঁর ট্রাকটি একটি এসইউভিকে ধাক্কা দিচ্ছে। পুলিশ অফিসার রদ্রিগো জিমেনেজ জানিয়েছেন যে জশনপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে যে সে নেশাগ্রস্ত ছিল। আরও এক মেকানিকের অবস্থাও আশঙ্কাজনক যিনি দুর্ঘটনার সময় রাস্তার ধারে গাড়ির টায়ার বদল করছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক নিজেও আহত হয়েছেন। তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেয় মার্কিন প্রশাসন। ট্রাক চালানোর সময় যশনপ্রীত সিং মদ্যপ হয়ে ছিলেন। সেই কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় বলে জানানো হয় মার্কিন পুলিশের তরফে।
Accident in USA
মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাকের ধাক্কায় নিহত ৩, গ্রেপ্তার ভারতীয় যুবক

×
Comments :0