GAZA

জাবালিয়ার ক্লিনিকে বোমা ইজরায়েলের, নিহত ২২

আন্তর্জাতিক

রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত ক্লিনিকে বোমা ফেলেছে ইজরায়েল। জাবালিয়া ত্রাণ শিবিরে এই হামলায় নিহতের সংখ্যা ২২ ছাড়িয়েছে।
বুধবার গাজার প্রশাসন জানিয়েছে কেবল জাবালিয়া ত্রাণ শিবিরে গুঁড়িয়ে গিয়েছে ২২৮টি বসতবাড়ি। 
গাজার প্রশাসন জানিয়েছে ইজরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৫০,৪২৩। 
গাজায় জলের সঙ্কট তীব্রতর হয়েছে। প্রায় ২৩ লক্ষ মানুষের জল নেই। শিশুদের জল নেই। রুটির দোকান বন্ধ। গাজার বাসিন্দারা জানাচ্ছেন এক রুটির দোকান থেকে আরেক দোকানে গেলেও মিলছে না রুটি। তার ওপর দাম বেড়ে গিয়েছে আটার।
ইজরায়েল অবরোধ চালাচ্ছে গাজায়। পানীয় জল থেকে খাদ্য বা ওষুধ, সব সরবরাহ কার্যত বন্ধ। 
বুধবারই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অগ্রাহ্য করে হাঙ্গেরিতে গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানা গিয়েছে হাঙ্গেরির অতি দক্ষিণপন্থী রাষ্ট্রপতি ভিক্টর ওরবান এবার দেশকে আন্ততর্জাতিক আদালত থেকে প্রত্যাহার করে নেবেন।

Comments :0

Login to leave a comment