Israel withholds huge money, angers Palestinians

ইজরায়েল আটকে রেখেছে বিপুল অর্থ, ক্ষোভ প্যালেস্তাইনের

আন্তর্জাতিক

ইজরায়েল আটকে রেখেছে বিপুল অর্থ, ক্ষোভ প্যালেস্তাইনের

দীর্ঘদিন ধরে গাজার উপর ইজরায়েলের সামরিক আগ্রাসন এবং ওয়েস্ট ব্যাঙ্কের উপর কঠোর বিধিনিষেধের জেরে বিপর্যস্ত প্যালেস্তাইনের অর্থনীতি।
উধাও হয়ে গিয়েছে আর্থিক সম্পদ। বিধস্ত জনজীবন, অর্থনৈতিক লেনদেন। পালেস্তাইনের অর্থনীতির কাঠামোকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে ইজরায়েল।  
প্যালেস্তাইনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এবং প্যালেস্তাইনের আর্থিক প্রশাসন যৌথভাবে ২০২৫ অর্থবর্ষের উপর চালানো একটি সমীক্ষার ভিত্তি প্রতিবেদনেও ধ্বংসের ছবিই উঠে আসছে। 
সমীক্ষা জানিয়েছে, প্যালেস্তাইনের অর্থনীতিকে গভীর ও কাঠামোগত মন্দার দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রতিবেদনে গাজার ধ্বংসযজ্ঞ এবং ওয়েস্ট ব্যাঙ্কের স্বাভাবিকতাকে রুদ্ধ করার চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে ২০২৩ অর্থবর্ষের তুলনায় বর্তমান অর্থনৈতিক কাঠামো প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। 
ইজরায়েল প্রশাসন প্যালেস্তাইনের রাজস্ব বাবদ ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৪ হাজার কোটি টাকার বেশি) আটকে রেখেছে বলে অভিযোগ করেন প্যালেস্তাইনের অর্থমন্ত্রী মহম্মদ আল আমুর। এই ঘটনাকে তিনি "স্বম্মিলিত শাস্তি" বলে নিন্দা জানিয়েছেন। 
গাজায় অবস্থিত প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, প্রত্যেকদিন প্রায় তিনজন নিহত ও ষোলজন আহতের খবর মিলছে। এখনও ধ্বংসস্তুপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলেও উল্লেখ করেছে মন্ত্রক। ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখনও অবধি মৃতের সংখ্যা ৪১০। পাশাপাশি এও উল্লেখ করা হয়েছে যে গাজা-ইজরায়েল যুদ্ধে মৃতের সংখ্যা ৭০,৯৪৫ পার করে গেছে। আহতের সংখ্যা ১,৭১,২১১ জন । তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শিশু ও মহিলারা।

Comments :0

Login to leave a comment