ISRAEL PALESTINE CONFLICT

উত্তর গাজায় অভিযান ইজরায়েলের

আন্তর্জাতিক

ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর বিরুদ্ধে একের পর এক হামলার জবাবে পেন্টাগন জানিয়েছে, ইজরায়েল-হামাস যুদ্ধের পরিধি বাড়তে থাকায় মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার  পূর্ব সিরিয়ায় ইরানের ‘রেভোলিউশন্যারি গার্ড’ বাহিনী এবং তাদের সমর্থিত দুটি স্থানে হামলা চালিয়েছে। এর আগে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের সেনা ও সামরিক ট্যাঙ্ক গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। ইজরায়েলের সঙ্গে যুদ্ধের ২০ দিনেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরে হামাস বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছে, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সহ তাদের মিত্রদের আরও বেশি হস্তক্ষেপ প্রয়োজন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, চলতি সংঘর্ষে এখনও পর্যন্ত সাত হাজারেরও বেশি প্যালেস্তিনীয় নিহত হয়েছে, যা ২০১৪ সালের ছয় সপ্তাহব্যাপী গাজা যুদ্ধে নিহতের সংখ্যার তিনগুণেরও বেশি। ইজরায়েল অধিকৃত ‘ওয়েস্ট ব্যাঙ্কে’  গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের আকস্মিক আক্রমণের পর হিংসা ও ইজরায়েলি হামলায় কয়েক হাজার প্যালেস্তিনীয় নিহত হয়েছে।

Comments :0

Login to leave a comment