মণ্ডা মিঠাই
নতুনপাতা
আমার ভালোলাগায় রবীন্দ্রনাথের গান
আকাশ বিশ্বাস
২৮ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
[বিগত সংখ্যার পর]
ও আমার দেশের মাটি–
এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম দেশাত্মবোধক গান।‘তোমার ওই শ্যামল বরন কোমল মূর্তি মর্মে গাঁথা’ মূর্তি অর্থাৎ প্রতিকৃতি এই গোটা ভারতবর্ষই মায়ের প্রতিকৃতি অর্থাৎ এই ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। শস্য শ্যামলা মৃত্তিকাই মায়ের শরীর। ‘ওগো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে’ প্রত্যেকটা মানুষের জীবনে চরম সত্য হলো মৃত্যু আমরা এই মাটিতেই জন্মেছি মৃত্যুর পরে মাটিতে মিশে যাবো।‘তুমি অন্য মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে’ এই মৃত্তিকার দাঁড়াই আমাদের মুখে অন্য ওঠে ও জল ওঠে।‘অনেক তোমার খেয়েছি গো অনেক তোমার নিয়েছি মা’আজকে শ্যামলা ধরিত্রী ছিল বলে আমরা অনাহারে মরিনি আমাদের পুরোটা জীবন মায়ের উপর ভরসা করেই আমরা কাটিয়ে দিলাম তবুও কি আমার মাকে কিছু দিয়েছি নাকি শুধুই নিয়ে গেলাম?‘আমার জনম গেলো বৃথা কাজে,আমি কাটানোর দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তি দাতা’ হ্যাঁ, আমরা মাকে দিয়েছি। ২০০ বছরের পরাধীনতা কিন্তু তাকে স্বাধীন করার জন্য আমার ঘর থেকে বের হয়নি তাহলে এত শক্তি নিয়ে কি লাভ কি হবে এত শক্তি দিয়ে?
মম চিত্তে নিতি নৃত্যে–
এই গানের মূল ভাবই হলো উত্থান–পতন। ‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে’ আমার হৃদয় সর্বদা কে যেন নাচে অর্থাৎ জীবনের এই ছন্দময় যাত্রা কোনো অদৃশ্য শক্তি প্রতিদিন নিরন্তন রেখেছে।‘হাসি কান্না হীরা পান্না দোলে ভালো, কাঁপে ছন্দে ভালো মন্দে তালে তালে’এই নৃত্য অর্থাৎ জীবনের ভালো মন্দ হাসি কান্না সবকিছুই একটি নির্দিষ্ট ছন্দের মাধ্যমে এগিয়ে চলেছে।‘নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে’জন্মের পরে মৃত্যু নাচতে নাচতে আসছে অর্থাৎ জন্ম হলে মৃত্যু অবশ্যম্ভাবী।
এই প্রত্যেকটি গানের বর্ণনা থেকে এটাই স্পষ্ট যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কথা বলে। ওনাকে তুমি যেমন ভাবে দেখবে, উনি তোমার কাছে তেমনভাবেই ধরা দেবে উনি পৃথিবীর মতো গোল চারদিক থেকে চার রকম দেখায়।
নবম শ্রেণী কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা কল্যাণ নগর
সমাপ্ত
Comments :0