চেন্নাই থেকে ফের মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি। গত মরশুমে চেন্নাইয়ান এফসি তে সই করেছিলেন কিয়ান।
এদিন মোহনবাগানের পক্ষ থেকে তার প্রত্যাবর্তনের ঘোষণা করা হয়েছে।
আইএসএল ডার্বিতে হ্যাট্রিক এর ইতিহাস আছে জামশেদ নাসিরির ছেলে কিয়ানের।
গত মরশুমে সেই ভাবে মাঠে নামার কোন সুযোগ পায়নি তরুণ এই স্ট্রাইকার। এবার দেখার নতুন মরশুমে কতটা ছন্দে থেকে কিয়ান।
Mohun Bagan
মোহনবাগানে ফিরলেন কিয়ান

×
Comments :0