বইপ্রেমীদের জন্য সুখবর। কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২৩ এর দিনক্ষণ ঘোষণা। বুধবার পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে ২০২৩ কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন গিল্ডের তরফে জানানো হয়েছে, বইমেলা উদ্বোধন হবে ৩০ জানুয়ারি। সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসবে ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। গিল্ডের তরফে জানানো হয়েছে আজ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে বই বিক্রেতাদের স্টলের জন্য। আবেদন জমা নেওয়া হবে আগানী ১৮ নভেম্বর পর্যন্ত।
গত দুই বছর কোভিড আবহে বিধিনিষেধের কারণে উৎসবের আনন্দে ভাটা পড়েছিল। কোভিডের জেরে ২০২১ সালে বন্ধ ছিল বইমেলা। কোভিড আবহের জেরেই ২০২২ সালে কলকাতার বইমেলা দেখা যায় ভার্চুয়ালি। সাধারণত জানুয়ারি মাসের শেষ থেকে টানা ১২ দিন চলে মেলা। দীর্ঘদিন ধরে চলে আসা কলকাতা বইমেলা শুধু কলকাতা বা অন্য রাজ্য থেকে নয়, ভিন রাজ্য, এমনি বিদেশীরাও আসেন। গত বছরে করোনার কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনেকে বিধি নিষেধ ছিল। তবে এখন আর কোনও বিধি নিষেধ নেই। করোনা-আতঙ্ক দূর হতেই উন্মাদনা যেন তুঙ্গে। কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হতেই খুশির রেশ ছড়িয়েছে বইপ্রেমীদের মধ্যে।
Comments :0