প্যালেস্তাইন ইজরায়েলের হানার প্রতিবাদে কলকাতায় শান্তিপূর্ণ জমায়েত থেকে গ্রেপ্তার করে পুলিশ। নাট্য ব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য সহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার থানার পুলিশ। সোমবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে পার্ক স্ট্রিটের মার্কিন উপদূতাবাসে সামনে পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু জমায়েতের নিষেধাজ্ঞা থাকার জন্য আগেই পুলিশ আটকে দেয়। তাঁরা ফিরে আসার সময় হঠাৎই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। হাতে প্যালেস্তাইনের পতাকা থাকার জন্য। সাথে থাকা মহিলাদের পুলিশ জোর করে তাঁদেরও গ্রেপ্তার করার চেষ্টা করে। কিন্তু তাঁর প্রতিবাদ করলে মহিলাদের ছেড়ে দেওয়া হয়। আইনজীবী শামিম আহমেদ থানায় গেছেন। ইতিমধ্যেই সিপিআই(এম) নেতৃবৃন্দ থানায় উপস্থিত হয়েছেন। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই ছাড়তে বাধ্য হয় পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে পুলিশ।
GAZA PROTEST
গাজায় হামলায় প্রতিবাদ জানানোয় গ্রেপ্তারি কলকাতা পুলিশের

×
Comments :0