Mothabari

সজাগ বামকর্মীরা, যৌথ তৎপরতায় ছন্দে ফিরছে মোথাবাড়ি

জেলা

উত্তেজনা আপাতত কমেছে মালদহের মোথাবাড়িতে। সাম্প্রদায়িক উত্তেজনা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে প্রধান ভূমিকা এলাকাবাসীর। 
সমস্যা মাথাচাড়া দেওয়ার পরপরই ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ তৈরি করে বামফ্রন্ট।
সিপিআই(এম) নেতা স্বপন ঘোষ জানাচ্ছেন, গত ২৬ মার্চ প্রথম সমস্যা তৈরি হয় মোথাবাড়ির চৌরঙ্গী মোড়ে। তারপর থেকে দফায় দফায় পরিস্থিতি তপ্ত হতে থাকে। তবে, ২৯ মার্চ, মোথাবাড়ির বিভিন্ন ক্লাব, প্রগতিশীল ব্যক্তি ও সব ধর্মের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। যৌথ প্রয়াসেই আপাতত সমস্যা নিয়ন্ত্রণে এসেছে।
রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে ধর্মীয় অনুষ্ঠান ঘিরে অশান্তি বাড়ছে। বামফ্রন্টের সভাপতি বিমান বসু রবিবারই বিবৃতি দিয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বামফ্রন্ট কর্মীদেরও সজাগ ও সতর্ক থাকতে বলেছেন। মালদহে তার আগে জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বামফ্রন্ট কর্মীরা রাস্তায় নামেন বিভেদের শক্তিকে পরাস্ত করার বার্তা নিয়ে।
সিপিআই(এম) নেতৃবৃন্দের অভিযোগ পুলিশের আইবি শাখা ব্যর্থ হয়। গোড়ায় পুলিশের যে ভূমিকা থাকার কথা, তা ছিল না।  
ঘটনার সূত্রপাত হয় ২৫ মার্চ। মোথাবাড়ির রাইপাড়া এলাকায় রামপুজো হয়। সেই পুজোর বিসর্জনকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়। পরের দিন, ২৬ মার্চ, চাপা ক্ষোভ দেখা যায়। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলের পর উত্তেজনা তৈরি হয়। পুলিশ হস্তক্ষেপ করে দেরিতে। 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে মোথাবাড়ির বিডিও’র ওসির সঙ্গে দেখা করে কথা বলা হয়। সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জন্য সমস্ত বন্দোবস্ত করতে।

Comments :0

Login to leave a comment