Daspur Co-operative

দাসপুরের সমবায়ে সব আসনে জয় বামপন্থীদের

জেলা

জয়ের পর বিজয় মিছিল বামপন্থী প্রার্থীদের।

দাসপুর-২ ব্লকের চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি।
নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৪১জন।
তৃণমূল ৭টি আসনে প্রার্থী দিতে পারেনি। ৪১ আসনের সবক’টিতেজয়ী বামপন্থী প্রার্থীরা।
উল্লেখ্য, গত ১৫ জুন নির্বাচন ছিল পশ্চিম মেদিনীপুর জেলার এই সমবায়ে। কিন্তু, গত ১৪ জুন তৃণমূলের চক্রান্তে সমবায় দখলের উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। হাইকোর্টে মামলা করে ভোট বানচালের চেষ্টা করা হলেও তাতে সফল হয়নি তৃণমূল।
আইনি লড়াইয়ে হাইকোর্টে থাপ্পড় খেয়ে নির্বাচন করতে বাধ্য হয় প্রশাসন। পুলিশ প্রশাসনকে হাইকোর্টে হাজির হয়ে গত ১৭ জুলাই হলফনামা দিতে হয়। শান্তিপূর্ণ নির্বাচন করার আশ্বাস দিতে হয় আদালতে। সমবায়ে ভোটদানের সুযোগ পেতেই দেখা গেল তৃণমূল সমর্থিত প্রার্থীরা পরাজিত।

Comments :0

Login to leave a comment