Jalpaiguri Graffitte Women

জলপাইগুড়ি: দেবরাজের সমর্থনে দেওয়াল লিখছেন মহিলারা (ভিডিও)

জেলা

জলপাইগুড়িতে দেওয়াল লিখছেন মহিলারা। ছবি: দীপশুভ্র সান্যাল।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচার দেওয়াল লিখন শুরু করেছেন সিপিআই(এম) কর্মীরা। প্রচারে নেমেছে সব বামপন্থী গণসংগঠনও।


এবার বামপন্থী প্রার্থীর সমর্থনে দেয়াল লিখনে জলপাইগুড়ি শহরে  নামলেন বামপন্থী মহিলারা। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ  ডিওয়াইএফআই’র যুবতী কর্মীরা প্রার্থীর প্রচারে দেওয়াল লিখছেন। 
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে তাঁদের দেয়াল লিখনের কাজ। তাঁরা জানিয়েছেন, বাড়ি বাড়ি প্রচারেও মিলছে ব্যাপক সাড়া। বিভাজনের রাজনীতি আর অবিরাম দুর্নীতি, দু’য়ের বিরুদ্ধেই মুখ খুলছেন বাসিন্দাদের অনেকে। বামফ্রন্ট সরকারের সময়ে এলাকায় জনতাকে সঙ্গে নিয়ে উন্নয়নের অভিজ্ঞতাও আসছে আলোচনায়।

Comments :0

Login to leave a comment