পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে বিরাট জয় পেল বামপন্থীরা। চন্ডিপুর ব্লকের নরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার। মোট ৪৫টি আসনে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। বিজেপি মাত্র ১ টি আসনে প্রার্থী দেয়। সমবায় বাঁচাও মঞ্চ ও বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক জোটের প্রার্থীরা ২৯ আসনে জয়ী হয়েছে। তৃণমূল পেয়েছে ১৬টি আসন। বিজেপি ও তৃণমূলকে পর্যুদস্ত করে উচ্ছাসে সামিল হন এলাকাবাসী। লাল আবির মেখে নরঘাট এলাকায় মিছিল হয়। চলে মিষ্টিমুখ। সভা করে প্রত্যেক ভোটারকে অভিনন্দন জানান জয়ী প্রার্থীরা।
এদিনই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। ৪১ টি আসনের মধ্যে সব কোটি আসনে জয় লাভ করে বামপন্থীরা।
Comments :0