Cooperative Election

পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ব্লকের নরঘাট সমবায় জয় বামপন্থীদের

জেলা

পূর্ব মেদিনীপুরে সমবায় নির্বাচনে বিরাট জয় পেল বামপন্থীরা। চন্ডিপুর ব্লকের নরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার। মোট ৪৫টি আসনে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। বিজেপি মাত্র ১ টি আসনে প্রার্থী দেয়। সমবায় বাঁচাও মঞ্চ ও বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক জোটের প্রার্থীরা ২৯ আসনে জয়ী হয়েছে। তৃণমূল পেয়েছে ১৬টি আসন। বিজেপি ও তৃণমূলকে পর্যুদস্ত করে উচ্ছাসে সামিল হন এলাকাবাসী। লাল আবির মেখে নরঘাট এলাকায় মিছিল হয়। চলে মিষ্টিমুখ। সভা করে প্রত্যেক ভোটারকে অভিনন্দন জানান জয়ী প্রার্থীরা।

এদিনই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চক সুলতান মেহনতি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয়লাভ করলো প্রগতিশীল বামপন্থী সমবায় বাঁচাও সমিতি। ৪১ টি আসনের মধ্যে সব কোটি আসনে জয় লাভ করে বামপন্থীরা। 
 

Comments :0

Login to leave a comment