লটারির টিকিটের নামে চিট ফান্ডের মতোই তৃণমূল আবার একটা কেলেঙ্কারি ঘটাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মঙ্গলবার তিনি সংবাদিকদের বলেছেন, হঠাৎ তৃণমূলের নেতারা লটারির টিকিট জিততে শুরু করলেন কী করে? তদন্ত করে সত্য প্রকাশ হোক। সব কি কাকতালীয় নাকি! এর পিছনেও কালো টাকা সাদা করার খেলা চলছে। গ্রামের মানুষের টাকা এভাবে লুট হয়ে যাচ্ছে লটারিতে।
তিনি বলেছেন, টিকিট কেলেঙ্কারি হয়েছে। চিট ফান্ডে গরিব মানুষ টাকা রেখে ঠকেছেন। লটারিতেও অনেকে আশা করে টাকা ঢালছেন। কিন্তু টাকা জিতছেন অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতারা আর তাঁদের পরিবারের সদস্যরা। এটা চিট ফান্ডের মতো আরেকটা প্রতারণা নয় কি? লুটের আরেকটা প্রক্রিয়ার মধ্যে এবার লটারিও যুক্ত হয়ে গেল?
পঞ্চায়েত ও পৌরসভাকে অকর্মণ্য করে রেখে দুয়ারে সরকার প্রকল্পের প্রচার সম্পর্কে সুজন চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, দুর্নীতিতে পঞ্চায়েতের বারোটা বাজিয়ে এখন দুয়ারে সরকারের নাম করে সরকারি টাকা খরচ করা হচ্ছে। জালিয়াত হয়ে গেছে সরকার।
নোটবন্দি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, নোটবন্দির ৬ বছর মানে সর্বনাশের ৬ বছর। প্রধানমন্ত্রী যা যা বলেছিলেন তার কিছুই মেলেনি। কালো টাকার সমাধান হয়নি। বরং গরিব মানুষ বিপর্যস্ত। অর্থনীতির দশা বেহাল।
Anubrata Lottery
লটারিও কি আরেক রকম কেলেঙ্কারি? সুজন চক্রবর্তী
×
Comments :0