MUKTADHARA : POETRY : JANAGAN DHULI KHOL : ANZU BANU : 24 SEPTEMBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : জনগণ ঢুলি খোল : আনজু বানু : ২৪ সেপ্টেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  JANAGAN DHULI KHOL  ANZU BANU  24 SEPTEMBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

জনগণ ঢুলি খোল

              আনজু বানু

দক্ষ বাজিতে দু’হাত পাকিয়ে
করে যায় বাজিমাৎ 
ভাইসবগণ সাথে সাথে থেকো
নইলে ফাটা বরাত।

বলব যে কথা বানিয়ে বানিয়ে
প্রচার কর তা ইনিয়ে বিনিয়ে
কুয়াশা যত নামবে ঘনিয়ে
রোদের গল্প যাবেই শুনিয়ে।

দশ'হাতে যাদের কেউ কোনদিন
পারেনা রক্ষা করতে
এই ধরণীতে তাদের তো হয়
সকাল বিকাল মরতে।

জঠরজ্বালায় ত্রিশূলখোঁচায়
ভূখা কিংবা  রক্তে
মৃত আনন্দে তালিবাজায়
রামরাজাদের ভক্তে।

সুকসারিরা কথা ব'লে যায়
কাঁচ পর্দায় ব'সে
চেয়ার দখলে উপর আসনে
লাভের অঙ্ক ক'ষে।

কেউ চ'লে যাবে আসবে নতুন
একই থোড় বড়ি খাড়া
টুঁ শব্দটি করলে হবে তার
জীবন নরকের বাড়া।

খেলাধুলা আর অন্ধ শাসন
ডামাডোল হরিবোল
লাথি খেয়ে চোখে ঢুলি না প'রে
জনগণ ঢুলি খোল।

Comments :0

Login to leave a comment