MUKTADHARA : POETRY : RAILO SHUDHU AGUN ABSHESE : BHABANISHANKAR CHAKRABORTY : 14 SEPTEMBER 2024, SATURDAY

মুক্তধারা : কবিতা : রইল শুধু আগুন অবশেষে : ভবানীশংকর চক্রবর্তী : ১৪ সেপ্টেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  RAILO SHUDHU AGUN ABSHESE  BHABANISHANKAR CHAKRABORTY  14 SEPTEMBER 2024 SATURDAY

মুক্তধারা : কবিতা

রইল শুধু আগুন অবশেষে
ভবানীশংকর চক্রবর্তী

সমস্ত কোমল যেন মিশেছিল এসে 
রাত্রির নিঝুম দেহবল্লরী 
ফোমের গদি আর লেপটে থাকা নিশ্চিন্তির ঘুম

দিনের আলোয় সে আবিষ্কৃত লাশ
দেহময় পৈশাচিক উল্লাসের দগদগে ক্ষতচিহ্ন 
ছিন্নভিন্ন অমৃতপাত্র ভরা রিরংসার তীব্র হলাহলে

তারপর
কোলাহল হুড়োহুড়ি কাটাছেঁড়া পুলিশ- টুলিশ 
একেবারে শ্মশান অবধি

আপাতত সব শেষ
রইল শুধু আগুন অবশেষে
মা-বাবার বুকের নিভৃতে
আর জনতার মিছিলে

Comments :0

Login to leave a comment