MUKTADHARA : POETRY : RODER PRITHIBI : AML KAR : 17 SEPTEMBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : রোদের পৃথিবী : অমল কর : ১৭ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  RODER PRITHIBI  AML KAR  17 SEPTEMBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

রোদের পৃথিবী
অমল কর

অক্ষরগুলোও প্রবল লাঞ্ছনায়
ভুলে গেছে সহজপথ
কবরের প্রতিধ্বনি নিয়ে
বেহালায় এখন অন্ধ সুর
বেয়াদব দিনে সারাদিন মরাদিন

খয়রাতির জুতো শিরোপায় 
পক্ষাঘাতগ্রস্ত মানুষ মাজাভাঙা 
কালনাগিনী শেয়ালের ধূর্ততা
আর হায়েনার হিঃস্রতা নিয়ে
হিমাকতে সব নিজের কবজায়

এই নিরয় সইতে হবে সুন্দরকে
বিদ্ধ করে সভ্যতার শ্মশানশয্যায়
এই পরিবহে কে শেখাবে বেতোয়াক্কা 
বেতালকে নিস্পৃহ ঔচিত্যের পাঠ
পৃথিবীর সমস্ত অপেক্ষা কি ব্যর্থ

আমাদের যাপনে চাই কোশে কোশে ঝাঁঝ
নিঃস্ব আকাশে চাই বড়ো বড়ো বাতাস
পোড়া মাটি শেকড়ের কান্না পেরিয়ে 
বনগন্ধী ফুলের ঘ্রাণে চাই দ্রোহের ভাষা
আর- এক সম্ভাবনার রোদের পৃথিবী ।

 

Comments :0

Login to leave a comment