MUKTADHARA : POETRY : TILOTAMAR GAN : SOURAV DUTTA : 10 SEPTEMBER 2024, TUESDAY

মুক্তধারা : কবিতা : তিলোত্তমার গান : সৌরভ দত্ত : ১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  POETRY  TILOTAMAR GAN  SOURAV DUTTA  10 SEPTEMBER 2024 TUESDAY

মুক্তধারা : কবিতা

তিলোত্তমার গান

সৌরভ দত্ত  

তিলোত্তমা তিলোত্তম হাঁটছে ভারত জুড়ে 
রক্ত গরম রক্ত আগুন তোমার আমার শিরে
এখন কেবল একটা শপথ বজ্রে তোলো গান
বাংলা দেখছে পৃথ্বী দেখবে হাজার বিবেক বাণ।

নর পিশাচ থাবা বাড়ায় ওই সেমিনার রুমে
খুবলে খেল সারা শরীর কাল রাত্রির ঘুমে
দিগ্বিদিকে প্রতিবাদের খোলস পড়ে আছে
শাস্তিনিদান ঝুলতে থাকে দিব্যি চড়ক গাছে।

মৃত্যু জানে কিভাবে নীল স্বপ্ন বেঁচে থাকে
বিদ্রোহী মন প্রতিজ্ঞাতে গ্রাফিতি সব আঁকে
রাত দখলে লক্ষ নারী মুক্তকন্ঠী স্বর…
প্রশ্ন তোলে রিক্সাঅলা‌ কোথায় আর.জি.কর!

আগুন জ্বলে বুকের‌ ভিতর দ্বাপর কিংবা কলি
নৃশংসতা হার মানাচ্ছে কেমন করে বলি
রাস্তা স্লোগান, রাস্তাই ঘর– ন্যায় বিচারের দাবি
আর কতদিন দস্যু রানি তরল রক্ত খাবি?

Comments :0

Login to leave a comment