Manipur

বিশেষ প্রশাসনিক অঞ্চলের দাবিতে কুকি জনগোষ্ঠীর অবরোধ, ফের উত্তপ্ত মণিপুর

জাতীয়

অবরোধের মুখে মাইন রোধী যানের পাহারায় যাত্রীবাহী বাস চলাচলের চেষ্টা।

ফের অবরোধে শামিল হয়েছে কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। কুকিদের দাবি তাদের জন্য মণিপুরের ভেতর আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করতে হবে।  
ইম্ফলের কাছে কাঙপোকপি জেলায় বিভিন্ন জায়গায় অবরোধ দেখা গিয়েছে। ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে। মাইন রোধী যানে করে পৌঁছাতে দেখা গিয়েছে সুরক্ষা বাহিনীকে।
কুকি জনগোষ্ঠীর সংগঠনগুলির দাবি, যতক্ষণ না কুকি প্রধান এলাকার জন্য প্রশাসনিক কাঠামো গড়া হবে যানবাহন চলাচল স্বাভাবিক করা যাবে না। অবরোধ চলবে। কুকি প্রধান জেলাগুলিতে রাস্তা অবরোধ ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও দেখা গিয়েছে। কুকি জনগোষ্ঠীর মহিলারা পথ অবরোধে নামেন। লাঠিচার্জে তাঁদের অনেকেই আহত। 
মণিপুরে মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন এন বীরেন সিং। জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। বিরোধীরা বলছেন, মণিপুরকে বাঁচাতে রাষ্ট্রপতির শাসন জারি করেনি বিজেপি। নিজেদের বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
শনিবার পথ অবরোধ ঘিরে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সুরক্ষাবাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। 
ইম্ফল এবং সংলগ্ন অঞ্চল মেইতেই জনগোষ্ঠী প্রধান। আবার পাহাড় সংলগ্ন এলাকায় বেশি সংখ্যায় রয়েছেন আদিবাসী কুকি জনগোষ্ঠীর মানুষ। সংখ্যাগুরু মেইতেইদের পক্ষ নিয়ে জাতিসংঘর্ষ বাঁধানোর পিছনে বিজেপি এবং আরএসএস-কে বারবারই দায়ী করেছে বিভিন্ন অংশ। তার পরিণামে যদিও শতাধিক জীবন গিয়েছে, প্রায় ৪০ হাজার মানুষ ঘরছাড়া। 
কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন এবং মঞ্চের দাবি কেন্দ্রকে রাজ্যের মধ্যে তাদের জন্য বিশেষ প্রশাসনিক অঞ্চল গড়ে দিতে হবে। 

Comments :0

Login to leave a comment