Recruitment Scams

অবস্থানকারীরা পাশে পাচ্ছেন অনেককেই

রাজ্য

Recruitment Scams

নিয়োগের দাবিতে স্কুল সার্ভিস কমিশন উত্তীর্ণ প্রার্থীদের ধরনা অবস্থান শনিবার ৬০১তম দিনে পা দিল। খোলা আকাশের তলায় রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এবং মেধার ভিত্তিতে উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 
তাঁদের আন্দোলনের প্রতি সংহতি জানাতে আজ ‘আওয়াজ’ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য সভাপতি অধ্যাপক সাইদুল হক এবং সম্পাদক রুহল আমিন গাজী এবং কোষাধ্যক্ষ মহম্মদ নৌশাদ সহ অন্যান্যরা তাঁদের অবস্থান মঞ্চে শামিল হন। সাইদুল হক তাঁদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন। আন্দোলনকারীদের পক্ষে বলেন মতিয়ার রহমান ও ধীমান রায়। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কথা দিয়েও কথা রাখেননি। বরং তাঁরা আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 
অধ্যাপক সাইদুল হক এদিন চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলেন, ‘‘৬০০ দিন ধরে লড়ে যাওয়া আপনাদের এই জোটবদ্ধ লড়াই এই দুর্নীতিপরায়ণ সরকারের ঘুম ছুটিয়ে দিয়েছে। অনেক দালাল, কুচক্রীদের আপনারা জেলে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের ঋজু প্রত্যয়ের শক্তি দিয়ে। আপনাদের এই একতা ভবিষ্যতের আর ক’টা দিন অটুট রাখতে পারলে ন্যায়বিচার পাওয়ার থেকে আপনাদের আর কেউই আটকে রাখতে পারবে না।’’  
শনিবার, এবিটিএ’র দক্ষিণ পশ্চিম শহরতলি মহকুমা শাখার ১০ম ত্রিবার্ষিকী সম্মেলনে ৯-১২ চাকরিপ্রার্থীদের, বিশেষত যাঁদের আন্দোলন ৬০০ দিন অতিক্রম করেছে তাঁদের সংবর্ধনা দিতে প্রতিনিধি হিসাবে আমন্ত্রণ জানানো হয় যুব-ছাত্র অধিকার মঞ্চের মৌসুমী ঘোষ দাসকে। সেখানে মৌসুমী ঘোষ দাস জানান, ‘‘৬০০ দিন পার হয়ে যাওয়ার পরও শিক্ষামন্ত্রী অবস্থানকারীদের বিভিন্ন ব্যক্তিগত বৈঠকের জন্য বারবার ডেকে পাঠিয়ে আমাদের এক্যবদ্ধ লড়াইকে বিভ্রান্ত করতে চাইছেন। কিন্ত আমরা এই ফাঁদে পা দেব না। যতদিন না সমস্ত যোগ্য প্রার্থীরা তাঁদের হকের চাকরি পাচ্ছেন, আমাদের লড়াই চলবে।’’ 
এদিন বিকালে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করে যান কলকাতা নাগরিক সম্মেলনের নেতৃবৃন্দও। কলকাতা নাগরিক সম্মেলনের সম্পাদক স্বপন মণ্ডল এদিন জানান, ‘আমরা জানি মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জনের পরও কীভাবে দিনের পর দিন অন্যায়ভাবে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে এখানকার মানুষগুলিকে। আর অন্যদিকে অযোগ্যদের ঘুষের বিনিময়ে বেআইনি পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে। ৬০০ দিন রাস্তায় বসে পার করার পরও এঁদের কোনও ব্যবস্থা করছে না প্রশাসন।’’ 

Comments :0

Login to leave a comment