BBD Bag book stall

লক্ষাধিক টাকার বই বিক্রি স্টলে

কলকাতা

দুনিয়া কাঁপানো দশ দিন আর মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে প্রতিবারের মতোই বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে বিবাদী বাগ ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে চারদিন ব্যাপি বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল পরিচালিত হয়েছে। ২১শে নভেম্বর, এই সাহিত্য কেন্দ্রের উদ্বোধন করে পার্টির পলিটব্যুরো সদস্য কম সূর্য মিশ্র। তিনি বলেন বই হচ্ছে হাতিয়ার, যা মানুষের চেতনার উন্মেষ ঘটায়। চারপাশের অবক্ষয়ী সমাজ ব্যবস্থার মধ্যে তিনি মানুষকে প্রগতিশীল বই কেনা ও পড়ার আহ্বান জানান। তিনি বলেন ‘পার্টি পরিচালিত এই ধরনের বুক স্টলগুলি কেন্দ্র করে জনমানসে যে উৎসাহের সৃষ্টি হচ্ছে, তাতে প্রমাণ হয় যে বামপন্থী চিন্তা-চেতনা ও উৎকর্ষতার প্রতি সাধারণ মানুষের ভরসা আছে এবং তা বাড়ছে।’
মানুষের এই ভরসা এবং বিশ্বাসের প্রতি কর্মীদের উপযুক্ত হয়ে ওঠার আবেদন জানান সূর্য মিশ্র। তিনি বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়েই বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি এবং পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ও নীতি পরিবর্তনের লড়াই জারি রাখতেই হবে।’  
বিভিন্ন দিনে পার্টির কলকাতা জেলা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে উৎসাহ বারিয়ে গেছেন। দৈনিক পথ চলতি সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজরকাড়া। এই চারদিনে বুক স্টলে লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে। দুই এরিয়া কমিটির পক্ষ থেকে সম্পাদকদ্বয় সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment