Europe Power Outage

বিদ্যুৎ বিপর্যয়ে অচল স্পেন, পর্তুগাল, প্রভাব ফ্রান্সেও

আন্তর্জাতিক

বিরাট বিদ্যুৎ বিপর্যয় ইউরোপের তিন দেশে। স্পেন, পর্তুগালের পাশাপাশি ফ্রান্সের দক্ষিণ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
বিপর্যয়ের ফলে ব্যাহত হয়েছে বিমান চলাচল, মেট্রো এবং মোবাইল ফোন পরিষেবা।
স্পেনের সরকারি বিদ্যুৎ পরিচালক সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে যে উত্তর এবং দক্ষিণের কিছু অংশে বিদ্যুৎ যোগাযোগ ফিরিয়ে আনা গিয়েছে। 
স্পেনের সরকারি সংবাদচ্যানেল আরটিভিই জানিয়েছে তাদের সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছে। স্পেনের পার্লামেন্ট, মেট্রো স্টেশনের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছে এই চ্যানেলের নিউজরুমও। 
পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়ে প্রায় অচল হয়ে গিয়েছে রাজধানী লিসবন। দেশের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে ইউরোপের বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থায় গোলযোগের ফলে এমন বিপর্যয়। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করতে হয়েছে ঘাটতি সামাল দিতে। 
লিসবনে বিদ্যুতের অভাবে ট্রাফিক লাইটও অচল হয়ে যেতে থাকে। তৈরি হয় ব্যাপক যানজট। খুব প্রয়োজন না হলে গাড়ি নিয়ে বেরতে বারণ করা হয়েছে নাগরিকদের।

Comments :0

Login to leave a comment