সত্যকে সামনে আনলে হেনস্তা করছে কেন্দ্রের বিজেপি সরকার। আর আসল অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় সংস্থা। বিপুল দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত বাংলার মানুষ। তাই প্রকৃত তদন্তের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযানে শামিল হওয়া জরুরি।
বুধবার সাংবাদিক সম্মেলনে এই মর্মে আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার, ৫ অক্টোবর, পূর্বাঞ্চলে সিবিআই’র প্রধান কার্যালয় সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে সিপিআই(এম)। দিল্লিতে সংবাদ ওয়েবসাইট ‘নিউজক্লিক’-র প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং প্রতিষ্ঠানের আরেক কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা করেন সেলিম।
বুধবার কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। এদিনই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও প্রশ্ন তুলেছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৯ মাস ধরে কী তদন্ত করেছে ইডি। বিচারপতি অমৃতা সিনহার রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ছিলেন তৃণমূল সাংসদ এবং মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি। তাঁকে তদন্তের আওতার বাইরে রাখার আবেদনও জানিয়েছিলেন অভিষেক।
কিন্তু ডিভিশন বেঞ্চও সেই আবেদনে সাড়া দেয়নি। বরং বলেছে যে তদন্ত প্রক্রিয়া কোনোভাবে ব্যাহত হওয়া উচিত নয়। কেবল ইডি’কে পরামর্শ দিয়ে বলেছে আগে নথি দেখে সন্তুষ্ট না হলে অভিষেককে ডেকে জেরা করা যেতে পারে।
সেলিম বলেছেন, ‘‘আজও ডিভিশন বেঞ্চের রায়ে স্পষ্ট যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে না। আর তৃণমূলের সাংসদ এক আদালত থেকে আরেক আদালতে ছুটে বেড়াচ্ছেন তদন্ত এড়ানোর চেষ্টায়। বাইরে বেরিয়ে আবার বীরবিক্রমে তিনিই সাংবাদিক সম্মেলন করছেন।’’
৫ অক্টোবরের দাবি মনে করিয়ে সেলিম বলেছেন, ‘‘আমরা কেবল বলছি বিভিন্ন দুর্নীতিতে, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, এত টাকা লেনদেন হয়েছে, কোথায় গিয়েছে, কে লাভবান হয়েছে খুঁজে বের করতে হবে। চাকরি নিলাম হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন। তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করতে হবে।’’
‘নিউজক্লিক’-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়ন্ত্রিত দিল্লি পুলিশ ধরপাকড় চালিয়েছে। প্রবীর পুরকায়স্থকে পুলিশ হেপাজতে নেওয়া হয়েছে। সেলিম বলেছেন, ‘‘তল্লাশির সময় এফআইআর’র কোনও কপি দেখানো হয়নি, কোনও লিখিত নির্দেশ দেখানো হয়নি, অথচ গ্রেপ্তার করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা, শ্রমজীবীর লড়াই, গণতন্ত্রের স্বর বিশ্বের কাছে তুলে ধরেছে নিউজক্লিক। অতীতে জরুরি অবস্থার সময় গ্রেপ্তার করা হয়েছিল প্রবীর পুরকায়স্থকে। আজ আবার গ্রেপ্তার করা হলো তাঁকে। দেশে এখন ‘এমারজেন্সি-টু’ চলছে।’’
Comments :0