Brigade Mid Day Meal Worker

ব্রিগেডের প্রচার, বাসন্তীতে বিডিও-কে ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের

জেলা ব্রিগেড

মঙ্গলবার বাসন্তী ব্লকে ডেপুটেশনে মিড ডে মিলের কর্মীরা। রয়েছেন সিআইটিইউ নেতৃবৃন্দ। ছবি: অনিল কুণ্ডু

বছরে ১০ মাস নয় ১২ মাসের বেতনের দাবিতে সোচ্চার হলেন মিড মিল কর্মীরা। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন বাসন্তী ব্লক কমিটির উদ্যোগে মঙ্গলবার ১১ দফা দাবিতে বিডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার। 
মিড ডে মিল কর্মীদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। এই পরিস্থিতিতে সমকাজে সমবেতন ও ন্যূনতম ২৬ হাজার টাকা মাসিক বেতন, ১২ মাসের বেতন চালু করতে হবে। 
অন্যান্য প্রকল্প কর্মীদের মতো মিড ডে মিলের রন্ধন কর্মীদের উৎসবকালীন অনুদান দেওয়ার দাবি জানান তাঁরা। মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলে মিড ডে মিল চালু করার দাবিতেও তাঁরা সরব হয়েছেন। 
এই কর্মসূচিকে কেন্দ্র করে সোনাখালীতে বাসন্তী ব্লক দপ্তরের সামনে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক দেবাশিস দে, মিড ডে মিল কর্মী ফেডারেশনের সর্ব ভারতীয় সভানেত্রী কৃষ্ণা চ্যাটার্জি, রাবেয়া জমাদার, গোপাল নস্কর, খোকন মাঝি। সভা পরিচালনা করেন জানকী ভকত। সভা থেকে ইউনিয়নের জেলা সম্পাদিকা রাবেয়া মজুমদারসহ ৭ জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিড ডে মিল কর্মীদের ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি বিডিও’র কাছে পেশ করে আলোচনা করেন। 
এদিন মিড ডে মিল কর্মীরা প্রশাসন ও রাজ্য সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। তাঁদের অভিযোগ, দাবিগুলি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসন ও সরকার টালবাহানা করছে। অবিলম্বে তাঁদের দাবি পূরণে ব্যবস্থা নেওয়া না হলে তাঁরা লাগাতার আন্দোলন করবেন।  ডেপুটেশন ও সভা শেষে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে মিছিল করেন মিড ডে মিল ইউনিয়নের কর্মীরা।

Comments :0

Login to leave a comment