Bengladesh India

বাংলাদেশ ঘিরে উদ্বেগ বিদেশ মন্ত্রকের, নেই দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির লক্ষণ

জাতীয় আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘু যুবক দীপু দাসকে পিটিয়ে মারার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো ভারতের বিদেশ মন্ত্রক। শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 
এই প্রসঙ্গে বাংলাদেশে জাতীয় নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার আকাঙ্ক্ষা জানিয়েছে ভারত। 
গত কয়েকদিন উত্তেজনা চললেও বিদেশ মন্ত্রক মুখ খোলেনি। প্রতিবেশী দুই দেশই একে অন্যের কূটনীতিকদের ডেকে পাঠালেও সরকারের বক্তব্য স্পষ্ট হয়নি।   
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ভারত। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের উপর অবিরাম বর্বরতা গুরুতর উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশে একজন হিন্দু যুবকের সাম্প্রতিক হত্যার নিন্দা জানানো হচ্ছে। অপরাধীদের সঠিক সাজা দেওয়ার দাবি জানাচ্ছে ভারত।" 
বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বাংলাদেশে ফেরা প্রসঙ্গেই মন্তব্য করতে গিয়ে ভারত বলেছে এই সময়কালে নির্বাচনে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করা উচিত। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে নির্বাচনে আওয়ামি লিগকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন।
জয়সওয়াল আরও বলেন, "ভারত বাংলাদেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ২৯০০ টিরও বেশি হামলার ঘটনা সামনে এসেছে।"
তবে বিদেশ মন্ত্রকের বিবৃতির পর ভারতে সংখ্যালঘুদের অধিকারের প্রসঙ্গও এসেছে আলোচনায়। টাটকা উদাহরণ হলো বড়দিনে বিজেপি সরকার পরিচালিত বিভিন্ন রাজ্যে হামলা। ধর্ম বদলানোর অভিযোগ তুলে হামলা হয়েছে গির্জায়, এমনকি বড়দিন পালনের বিশেষ উপকরণে সজ্জিত ব্যবসায়িক কেন্দ্রে।
বিভিন্ন অংশের বক্তব্য, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বে তাঁরই অনুগামী বাহিনীর চালানো দলবেঁধে পিটিয়ে হত্যার বহু ঘটনা সামনে এসেছে। বাংলাদেশে তার প্রতিক্রিয়াকে ব্যবহার করে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির বিদ্বেষ ছড়াতে সুবিধা হচ্ছে।

Comments :0

Login to leave a comment