Modi Harps On Terrorism, Congress on Jobs

গুজরাটে মোদীর প্রচারে সন্ত্রাসবাদ, রোজগারের বেহাল দশায় প্রশ্ন কংগ্রেসের

জাতীয়

Gujarat Election Narendra Modi Terrorism Congress Mallikarjun Kharge Jobs

গুজরাটের জনতার সামনে বিপদ সন্ত্রাসবাদ। গুজরাট সন্ত্রাসবাদীদের লক্ষ্য ফের হতে পারে হামলা। কংগ্রেস সন্ত্রাসবাদীদের প্রতি নরম। কড়া হাতে সন্ত্রাসবাদীদের দমন করতে পারেন তিনিই, নরেন্দ্র মোদী। ভোটের প্রচারে ভয় এবং কড়া শাসনের ‘ডবল ডোজ’ দিয়ে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জনসভায় তিনি বলেছেন, ‘‘সন্ত্রাসবাদীদের আক্রমণের লক্ষ্য করার বদলে আমাকে আক্রমণের লক্ষ্য করেছে কংগ্রেস।’’ 

এদিন বিধানসভা ভোটের প্রচারে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। জনসভা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেও। তিনি বলেছেন, ‘’২৭ বছর ধরে রাজ্য চালাচ্ছে বিজেপি। কেন্দ্রে আট বছর চলছে শাসন। মোদী বলেছিলেন ২০ লক্ষ বেকারকে কাজ দেবেন। দেশে বছরে ২ কোটি করে কাজ দেবেন। দেশ ছাড়ুন। গুজরাটেই সরকারি ষাকরি পেয়েছেন মাত্র ১২৭৮ জন। রাজ্যের ১৬ জেলায় একজনও চাকরি পাননি। এই সত্য ঢাকতে নেমেছেন মোদী।’’ 

খেদায় জনসভায় মোদী বলেছেন, ‘‘দিল্লির বাটলা হাউসে এনকাউন্টারে নিহত সন্ত্রাসবাদীদের জন্য চোখের জল ফেলেছে কংগ্রেস নেতারা। দিল্লিতে ওদের সরকার ছিল। মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হলো। কংগ্রেস নরম মনোভাব নিয়ে চলেছে।’’ তাঁর সংযোজন, ‘‘ গুজরাট বরাবর সন্ত্রাসবাদীদের লক্ষ্য। সম্প্রতি আমেদাবাদ এবং সুরাট বিস্ফোরণের অপরাধীদের সাজা হয়েছে।’’ 

২০২২’র নির্বাচনে বিজেপি’র প্রচারে জোরালো উপাদান ২০০২ সালের গণহত্যা। সেই স্মৃতি প্রকাশ্যে ফিরিয়ে আনছেন দলের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গণহত্যাকেই উচিত শিক্ষা বলেছেন। কড়া প্রতিক্রিয়ায় সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, ‘‘সরকারের কাজ সংবিধান মেনে আইনের শাসন প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করা। তথাকথিত ‘উচিত শিক্ষা’ দেওয়া নয়।’’  

ডেডিয়াপাড়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেছেন, ‘‘এতদিন ‘ডবল ইঞ্জিন’ সরকারের কথা ঢাকঢোল বাজিয়ে প্রচার করা হতো। সেই ঢাক এখন ফেঁসে গিয়েছে।’’

 

Comments :0

Login to leave a comment