ঘরের মাঠে ব্যাক টু ব্যাক জয় পেল সাদা কালো ব্রিগেডের। দক্ষিণ কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, ট্রাউ এফসি-কে ১-০ গোলে হারিয়ে আই লীগ টেবিলের ছয় নম্বরে উঠে এল চেরনিশভের ছেলেরা।
রবিবার গোটা ম্যাচে প্রাধান্য বজায় রেখেই জয় হাসিল করল মহামেডান। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধ মিলিয়ে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যাবধানে জিততে পারত তারা।
এদিনের ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ৪০ মিনিটে। ফজলু রহমানের অনবদ্য গোলের সুবাদেই তিন পয়েন্ট ঘরে তুলল মহামেডান। রক্ষণভাগে অসাধারণ নির্ভরযোগ্যতা দিয়ে গেছিলেন জুডিকা। সেই সুবাদেই ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সাদা-কালো ব্রিগেডের হেডস্যার আন্দ্রে চেরনিশভ জানালেন, তিনি এই জয়ে ভীষণই খুশী। তবে পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়েও দ্রুত ভাবনাচিন্তা শুরু করবেন বলে জানালেন চেরনিশভ।
পরবর্তী ম্যাচে হায়দ্রাবাদের শ্রীনিধি ডেকান এফসি'র মুখোমুখি হবে মহামেডান।
Comments :0