Mohun Bagan

ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জিতলো মোহনবাগান

খেলা

১২৫ তম আইএফএ শিল্ডের রং সবুজ মেরুন। পেনাল্টি শুট আউটে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। ২২ বছর পর শিল্ড জিতলো বাগান। সেবারও টাইব্রেকারে ইস্টবেঙ্গলকে হারিয়ে তারা জয়ী হয়েছিল।
এদিন খেলার প্রথম দিকে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। সবুজ মেরুনের হয়ে গোল সোধ করেন আপুইয়া। দ্বিতীয়ার্ধে দুই দল গোলের সুযোগ পেলেও কেউ গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ের পর খেলা গোড়ায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাত সবুজ মেরুনের। লাল হলুদের জয় গুপ্তার পেনাল্টি আটকে দেয় বাগানের গোলরক্ষক। সেখানেই শিল্ড হাতের বাইরে চলে যায় লাল হলুদের।

এই শিল্ড মোহনবাগানের গুমোট পরিবেশ অনেকটা কাটাবে বলে মনে করছেন অনেকে। ইরাকে এসিএল ২ না খেলতে গিয়ে সমর্থকদের রোশের মুখে পড়েছে বাগান ম্যানেজমেন্ট। এই শিল্ড আগের ম্যাচে গুলোয় গ্যালারি থেকে উঠেছে প্রতিবাদের আওয়াজ। খেলোয়াড়দেরও পড়তে হয়েছিল ক্ষোভের মুখে। এদিন বাগান গ্যালারিতে কোন টিফো বা ব্যানার দেখা যায়নি।

Comments :0

Login to leave a comment