MOHUNBAGAN

জাতীয় দলের শিবিরে খেলোয়াড় ছাড়বেনা মোহনবাগান

খেলা

চলতি মাসের শেষের দিকে  ২৯তারিখ কাফা বা CAFA ( সেন্ট্রাল এশিয়ান ফুটবল এসোসিয়েশন ) নেশনস কাপের ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল। তার আগে জাতীয় শিবির শুরু করে দিয়েছেন নবনিযুক্ত কোচ খালিদ জামিল। মোহনবাগান দল থেকে বিশাল , সাহাল , শুভাশীষ , থাপা , আপুইয়া সহ মোট ১০জন খেলোয়াড় ডাক পেয়েছিলেন এই শিবিরে। তবে আসন্ন এসিএল ২ ( এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ ) -র কথা মাথায় রেখেই এই জাতীয় শিবিরে কোনো খেলোয়াড়কেই না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে হারের পর তাদের প্রধান লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগ এবং আসন্ন সুপার কাপ। আগামী সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা সুপার কাপ। ১৬ সেপ্টেম্বরে মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। যুবভারতীতে তারা খেলবে তুর্কমেনিস্তানের দল আহল এফকে -র বিরুদ্ধে। ফলে এই সময় জাতীয় শিবিরে কোনো খেলোয়াড়কে ছাড়লে টিম কম্বিনেশন ভেঙে যাওয়ার আশঙ্কাতেই এই সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। রবিবারের 
ডার্বি ম্যানেজমেন্টের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দলের সমস্যা এবং ফাঁকফোঁকরগুলি। সেই সমস্যাগুলির সমাধান করে চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করাই লক্ষ্য মোহনবাগানের।

 

Comments :0

Login to leave a comment