দিল্লি সংলগ্ন এলাকায় শুক্রবার ভোরে তিন ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। সঙ্গে ধুলোর ঝড় হয়। যার ফলে বিমান চলাচল এবং যান চলাচল ব্যাহত হয়।
সংবাদ সংস্থা জানাচ্ছে, উত্তর ভারতে বৃষ্টিপাতের ফলে ৭জন নিহত হয়েছেন। তার মধ্যে দিল্লির নজফগড়ে মৃত্যু হয়েছে মা এবং তাঁর তিন সন্তানের। বাড়ি ধসে পড়ে মৃত্যু হয়েছে সকলের।
দিল্লি সংলগ্ন নাজাফগর এলাকায় গাছ ভেঙে একটি বাড়ি ধসে পড়ে। এই ঘটনায় ২৮ বছর বয়সী এক মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে।
দিল্লির দ্বারকা এলাকায় আরও একটি দেয়াল ধসে তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও একাধিক রাস্তায় জল জমে যাওয়ার জন্য যানজটের সমস্যা দেখা যায়। দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং মথুরার ব্যস্ততম রাস্তাগুলি জলে ডুবে যায়। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অভিযোগ জমা পরে।
হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এবং তার আশেপাশের অঞ্চলে শিলাবৃষ্টি হয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। শিমলায় রাস্তায় পার্ক করা তিনটি গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। যার ফলে রাস্তা বন্ধ হয় বেশ কিছু এলাকায়।
North India strom
দিল্লিতে ৩ সন্তান সহ মৃত্যু মায়ের, উত্তর ভারতে ঝড়বৃষ্টিতে মৃত ৭

×
Comments :0