Gefneral Strike

নানুরের হামলা ধর্মঘটিদের উপর, আক্রান্ত একাধিক

রাজ্য জেলা

সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্যা শ্যামলী প্রধানের উপর হামলার চেষ্টা। নেত্রীকে রক্ষা করতে গিয়ে তৃণমূলী ঠ্যাঙারে বাহিনীর হাতে আক্রান্ত ধর্মঘটীরা। ঘটনা নানুরের কীর্ণাহারের। বুধবার সকালে বনধের সমর্থনে লালঝান্ডা হাতে মিছিল করে কীর্ণাহার বাসস্ট্যান্ডের সামনে পথ সভা করছিলেন ধর্মঘট সমর্থনকারীরা। উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটিরবসদস্য তথা এলাকার প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। কীর্ণাহার ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গোলাব সেখের নেতৃত্ব আচমকা হামলা চালায় দূষ্কৃতীরা। হামলার লক্ষ্য ছিলেন শ্যামলী প্রধান। নেত্রীকে রক্ষা করতে গিয়ে জখম হন সিপিআই(এম)র এরিয়া সম্পাদক আসগর আলি সহ বিনয় দলুই, উত্তম মাহারা এবং নেত্রীর দেহরক্ষী রাজ্য পুলিশের কর্মী উত্তম মাজি। জখম চিকিৎসা চলছে নানুর হাসপাতালে।

Comments :0

Login to leave a comment