Strike Kolkata Port

স্তব্ধ কলকাতা বন্দরের নেতাজী সুভাষ ডক

রাজ্য কলকাতা

বন্দর শ্রমিক -কর্মচারীদের সর্বাত্মক ধর্মঘটে কলকাতার নেতাজী সুভাষ ডকের কাজ সম্পূর্ণ স্তব্ধ। 

কেন্দ্রের শ্রম কোডের পাশাপাশি বন্দরে অস্থায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং ন্যূনতম ২৬ হাজার টাকা বেতনের দাবিতেও ধর্মঘটের প্রচার করেছিলেন বন্দরের একাধিক শ্রমিক সংগঠনের কর্মীরা। 

ক্যালকাটা পোর্ট অ্যান্ড শোর মজদুর ইউনিয়নের সম্পাদক সমর মন্ডল জানাচ্ছেন, স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকদের যৌথ অংশগ্রহণে বন্দর স্তব্ধ।

Comments :0

Login to leave a comment