Nirapod Sardar

গ্রেপ্তার নিরাপদ সর্দার

রাজ্য

বিনা অপরাধে সন্দেশখালি কাণ্ডে প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করলো পুলিশ।

সন্দেশখালির ১৬টি গ্রাম পঞ্চায়েতের এমন কোন দ্বীপ নেই যেখানে মানুষ শান্তিতে বসবাস করছেন। সর্বত্রই জমি লুট, শাহজাহান বাহিনীর অত্যাচারের ছবিটা একইরকম। স্বাভাবিকভাবেই ক্ষোভ সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত এলাকায় সীমাবদ্ধ নেই। ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য দ্বীপাঞ্চলগুলিতে। আশ্চর্যজনক হলেও এটাই সত্য আন্দোলন দমিয়ে দিতে আন্দোলনের মোড়কে অন্যদিকে ঘুরিয়ে দিতে শেখ শাহজাহান, শিবু হাজরা উত্তম সর্দারের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হচ্ছে আন্দোলনকারী সাধারণ মানুষের পরিবারের পুরুষ সদস্যদের। এফআইআর করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, সুভাষ সর্দার সহ ১১১ জনের নামে। 

যদিও কাল রাতে উত্তমকে ধরেছে পুলিশ। 

এদিন সন্দেশ খলিতে আটকানো হলো মহিলা নেত্রীদের। বাধা কনীনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি, সোমা দাসদের। 
সন্দেশ খালি দিনের পর দিন তৃণমূলের শাহজাহান সিন্ডিকেট এর হাতে নির্যাতিত মহিলারা। তাঁরা ই এখন প্রতিবাদের সামনের সারিতে। তাই এদিন গিয়েছেন মীনাক্ষী, কনিনীকা সহ নেত্রীরা। 

Comments :0

Login to leave a comment