নীতীশ কুমারকেই নেতা নির্বাচন করলে এনডিএ’র বিধায়করা। ফলে বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নিতে চলেছেন নীতীশই। বুধবার বিজেপি’র বিধায়করা সম্রাট চৌধুরীকে পারিষদীয় দলনেতা নির্বাচিত করেন। বিজয় কুমার সিনহাকে উপ দলনেতা নির্বাচিত করেন। ফলে অনুমান, বৃহস্পতিবার গান্ধী ময়দানে মুখ্যমন্ত্রী পদে নীতীশের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেবেন চৌধুরী এবং সিন্হা। উপমুখ্যমন্ত্রী পদের জন্য সংবাদমাধ্যম এবং রাজনৈতিক মহলে বেশ কিছু নতুন নাম আলোচনায় ছিল। গতবার, বিজেপি’র তারকিশোর প্রসাদ এবং রেণু দেবীর স্থলাভিষিক্ত হয়ে সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিল। এবার মনে করা হয়েছিল যে বিজেপি হয়তো নতুন নাম আনতে পারে। তবে পারিষদীয় নেতা নির্বাচনের পর তেমন কিছু হচ্ছে না বলেই অনুমান।
বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বিজয় কুমার সিনহা এবং সম্রাট চৌধুরীর নাম ঘোষণা করেন। বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ২০০-র বেশি আসনে জয় পেয়েছে।
বিহারে নতুন মন্ত্রিসভার কাঠামো নিয়ে আলোচনা চলছে। এটা নিশ্চিত যে, ‘প্রতি ছয়জন বিধায়কের জন্য একজন মন্ত্রী’ নীতির ভিত্তিতে এলজেপি(রামবিলাস পাসোয়ান) তিনটি মন্ত্রীপদ পাবে। জিতন রাম মাঝির এইচএএম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম প্রত্যেকেই একটি করে মন্ত্রীপদ পাবে। জেডিইউ এবং বিজেপি থেকে কতজন মন্ত্রী শপথ নেবেন তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।
Bihar Politics
পারিষদীয় নেতা নির্বাচিত নীতীশই, কাল শপথ নতুন সরকারের
×
Comments :0