কৃষি, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন, নারী এবং শিশু কল্যাণ ছাড়া রাজ্যের সব দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হলো। কোন আলোচনা ছাড়াই শিল্প, অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ, আদিবাসী উন্নয়ন, সংখ্যালঘু উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ দপ্তর গুলির বাজেট আলোচনা ছাড়াই পাশ করানো হলো বৃহস্পতিবার। আলোচনা ছাড়া দপ্তর গুলির বাজেট পাশ করানোর সময় বিরোধী বলতে শুধুমাত্র আইএসএফ-র বিধায়ক নওসদ সিদ্দিকী হাজির ছিলেন। শাসক দল তৃণমূলের অধিকাংশ বিধায়ক ও ছিলেন না বিধানসভায়। ছিলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
এদিন নওসাদ সিদ্দিকীকে বিধানসভায় বলতে বাধা দেয় তৃণমূল।
নারীদের উপর অত্যাচার নিয়ে প্রশ্ন তোলেন ভাঙড়ের বিধায়ক। আলোচনা চলছিল নারী ও শিশু এবং সমাজকল্যাণ ক্ষেত্রে বাজেট বরাদ্দ নিয়ে। নওসাদ বলেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা না দিয়ে মহিলাদের স্বনির্ভরতায় সেই টাকা ব্যয় করা উচিত। আর এখন নাকি শাসকদলের নেতাদের সঙ্গে রাতযাপন না করলে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকার জন্য। নারীর ক্ষমতায়নের কথা বলছে সরকার। কিন্তু মহিলা প্রধানদের স্বামীকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার। এই কথা শোনামাত্র তৃণমূলের বিধায়করা আবার চিৎকার করতে শুরু করেন।
Comments :0