হোয়াটসঅ্যাপে এবার থেকে একটি ভয়েস বা ভিডিও কলে একসঙ্গে কথা বলতে পারবেন ৩২ জন। যে কোনও গ্রুপে সর্বাধিক ১,০২৪ জনকে যুক্ত করা যাবে। আবার হোয়াটসঅ্যাপে ২ জিবি পর্যন্ত ফাইলও পাঠানো যাবে। বৃহস্পতিবার মেটা কর্তৃপক্ষ এই নতুন বিষয়গুলি জানিয়েছে। এর পাশাপাশি পাঁচ হাজার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে ব্রডকাস্টে যুক্ত করে মেসেজ পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপেও কমিউনিটির ঘোষণা করা হয়েছে। মেটা সিইও মার্ক জুকারবার্গ ফেসবুকে জানিয়েছেন, ‘‘এই কমিউনিটির মাধ্যমে বিভিন্ন সাব গ্রুপ, একাধিক থ্রেড, অ্যানাউন্সমেন্ট চ্যানেল সহ আরও বেশ কিছু তৈরি করা সম্ভব হবে। ফেসবুকের মতোই এখানে ভোটের বন্দোবস্তও শুরু হচ্ছে।’’ এপ্রিল মাসে এই নতুন বিষয়গুলি ঘোষণা হলেও এতদিন তা নিয়ে কাজ চলছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যবহারকারীদের হাতের মুঠোয় পরিষেবাগুলি চলে আসবে বলে জানা গিয়েছে।
হোয়াটসঅ্যাপে এক কলে এবার একসঙ্গে ৩২ জন
×
Comments :0