One Nation One Election Bikash Bhattacharya

‘এক দেশ এক ভোট’: বৈচিত্র ধ্বংসের কৌশল, বললেন বিকাশ ভট্টাচার্য

কলকাতা

কেন্দ্রের মোদী সরকার 'এক দেশ এক ভোট‘-র নামে ভারতের বৈচিত্র ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চালাচ্ছে। 
গার্ডেনরিচ মেটিয়াবুরুজ অঞ্চলের শহীদ কমরেড নীরেশ ঠাকুর স্মারক বক্তৃতায় একথা বলেছেন সাংসদ  বিকাশ ভট্টাচার্য। 
উল্লেখ্য, স্মারক বক্তৃতার বিষয় ছিল "এক দেশ এক ভোট- সংবিধান ও গণতন্ত্রের বিপদ।’ সিপিআই(এম) মেটিয়াবুরুজ এবং পোর্ট-৪ এরিয়া কমিটির উদ্যোগে পাহাড়পুর শ্রমিক ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, মানুষের স্বাধীন চিন্তার অধিকার কেড়ে নেবার ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে এক দেশ এক ভোটের ভাবনা নিয়ে এসেছে বিজেপি সরকার। ওরা ভারতের সংবিধান মানতে চাইছে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ব্যবস্থা কেই ধ্বংস করতে চাইছে। 
তিনি বলেন, আমাদের এই সর্বনাশা প্রস্তাবের বিরোধিতা করতে হবে এবং তাকে পরাস্ত করতে হবে। মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকার মানুষের ঐক্য ভাঙতে চাইছে। সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী কাজ করছে। 
সভায় ফৈয়াজ খান, দিলীপ সেন, গৌতম রায়, আব্বাস খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সুধাংশু দাস।

Comments :0

Login to leave a comment