POETRY — AZU BANU | OHEY MEGHADUTH — MUKTADHARA | TUESDAY 16 JULY 2024

কবিতা — আনজু বানু | ওহে মেঘদূত — মুক্তধারা | মঙ্গলবার ১৬ জুলাই ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  AZU BANU  OHEY MEGHADUTH  MUKTADHARA  TUESDAY 16 JULY 2024

কবিতা

ওহে মেঘদূত

আনজু বানু

মুক্তধারা

 

হঠাৎ এলে তুমি দগ্ধ দিনের পরে 
অপেক্ষায় সময় গেছে পাইনি সাড়া
অলসতা ছেড়ে এলে ভেঙে আড়মোড়া
নিয়ে এলে স্নেহের বারি নয়নে ভরে।
বাগান সাজিয়ে গেছি বাসনার রঙে
কতদিন ডেকে গেছি কত নাম ধ'রে
নিয়ে এলে মাঝরাতে বাদল অঝোরে
উঠোন কাঁপিয়ে এলে নর্তকের ঢঙে।

উড়ে যাও মেঘদূত দেশ দেশান্তরে
বরষণ করে এসো দয়িতের ঘরে।
সফেদ রুমালে বাঁধা কবিতার লিপি
দয়িতের হাতে মেঘ দিয়ে এসো সঁপি।
কালোবেশ ধরে এসে  বাদল ঘনাও 
সফেদ পোশাকে এসে ঋতু বদলাও।

Comments :0

Login to leave a comment