মুক্তধারা
কবিতা
পরিবার
-------------------------
অরিন্দম ঘোষ
-------------------------
১৭ অক্টোবর ২০২৫, বর্ষ ৩
রাত্রিনদীর পথে কপালকুণ্ডলার কান্না
জৈব সংসারের রান্নার ঘ্রাণ থেকে আগ্রহী নদী শ্বাস নেয়..
মায়াকাহিনীর গল্প আর হীরামুক্ত চুনি পান্না
মহাভারতের লাইব্রেরির ভেতর অন্ধকার মহাযুগ এখন
বড়ই অসহায়...
ছেলের পড়ার ঘরে বই খাতার পাশে মোবাইল ফোন।
Comments :0