কবিতা
দীপাবলির আলো
সুব্রত চৌধুরী
মুক্তধারা
দীপাবলির আলোয় যখন
তোমার বাড়ি সাজে ,
টোকাই শোনার মনের কোণে
দুঃখের বীণা বাজে।
আতশবাজির আলোকছটায়
তোমার মুখে হাসি,
দু’বেলা তার ভাত জোটে না
দুঃখ রাশি রাশি।
দীপাবলির আলোকছটায়
জ্বালাও প্রীতির আলো,
মুছবে তবে আবিলতা
মনের যতো কালো।
দীপাবলির আলো যেদিন
জ্বলবে টোকাইর ঘরে,
‘আঁধার টুটে আলোর বুনন’
উঠবে জীবন ভরে।
——————————-
আটলান্টিক সিটি, নিউ জারসি, যুক্তরাষ্ট্র
Comments :0