POETRY \ LENIN — KRISHNAKANTA CHOWDHARY \ MUKTADHARA \ 7 NOVEMBER 2024

কবিতা \ লেনিন — কৃষ্ণকান্ত চৌধুরী \ মুক্তধারা \ ৭ নভেম্বর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  LENIN  KRISHNAKANTA CHOWDHARY  MUKTADHARA  7 NOVEMBER 2024

কবিতা

লেনিন

কৃষ্ণকান্ত চৌধুরী

মুক্তধারা 

লেনিন কোনো মূর্তি না, 
এ যেনো সুগভীর এক চেতনা |
আমার লেনিন 
রক্ত পতাকা কাঁধে মিছিলে হাঁটে 
স্লোগান তোলে রাস্তায় আর মাঠে।
আমার লেনিন
আমার লেনিন
আজ লক্ষ কৃষক, মাঠে বীজ বোনে
আমার লেনিন
ফসল ফলায় দুঃখ শেষের দিন গোনে।
আমার লেনিন
কোটি কোটি শ্রমিক, কলে কারখানায়
আমার লেনিন
চলেছে নগরে বন্দরে, 
বাঁচে দারুন আশায়। 
আমার লেনিন 
শাসকের পাপ হাতে রক্তাক্ত রাত্রি দিন
আমার লেনিন
তবুও লক্ষ শিশু হয়ে পায় জন্ম প্রতিদিন। 
আমার লেনিন 
স্লোগান তোলে, 
"বিপ্লব দীর্ঘজীবী হোক" 
আমার লেনিন 
সামনে তাকায়, লৌহ কঠিন তার চোখ | 
আমার লেনিন 
আজ কোনো নির্মিত নিষ্প্রাণ মূর্তি নয়, 
আমার লেনিন 
আমার লেনিন 
আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত, 
তাই আগুন জ্বালায় 
আমার লেনিন 
মূর্তিতে নয়, থাকে আমাদের গভীর চেতনায় | 
ধ্বংস হবার নয়, ছড়ায় প্রাণ মাটিতে
আজ জনতার সংগ্রাম, লেনিন দ্যুতিময়।
আমার লেনিন
আমার লেনিন
লাখো লেনিন, যুদ্ধ করে দিনে রাতে।
চলেছে নগরে বন্দরে, বাঁচে দারুন আশায়।
যারা মূর্তি ভাঙ্গছ, তোমরা শোন ---- 
আগামীর ফসল ভরা সময় আসছে 
আমার লেনিন, 
আমাদের লেনিন মিছিলে মিলিছে, 
জোয়ারে ভাসছে। 
হিসাব বুঝে নেবে আসছে 
লক্ষ লেনিন লাল সুর্য উঠবে আবার,
ব্যপ্ত আলো ছড়াবে অন্তহীন ||

Comments :0

Login to leave a comment